কলকাতা, ১০ মেঃ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। ঝড়-বৃষ্টিতে মৃত্যু হয়েছে দু’জনের। আসানসোলে আজ সকালে ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। দুর্গাপুরেও আজ সকাল থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরেই এই ঝড়-বৃষ্টি।
ভরতপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। নওদাতেই ঝড়ে গাছ ও মাটির ঘর চাপা পড়ে আহত হয়েছেন অন্তত দশজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দুর্গাপুরে আজ সকাল ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে বাস ও ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। জানা গিয়েছে, দুর্যোগের কারণে কয়েকটি দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন দেরিতে চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K9Zo6q
May 10, 2018 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন