দার্জিলিং, ৮ মেঃ পাহাড়ে রোহিঙ্গাদের উপস্থিতির আশঙ্কা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি চিঠিতে লিখেছেন, ‘ডেলো সহ বেশ কিছু এলাকায় আস্তানা গাড়ছে রোহিঙ্গারা। ওই এলাকায় রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। অবিলম্বে এনিয়ে তদন্ত করা হোক।’ ওই এলাকায় রোহিঙ্গাদের উপস্থিতি দেশের নিরাপত্তাতেও বিপজ্জনক বলে চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এর আগে দার্জিলিং ও সংলগ্ন এলাকায় রোহিঙ্গাদের আনাগোনা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিমল গুরুং। তিনি বলেছিলেন, ‘দার্জিলিং, তরাই, ডুয়ার্স সহ পার্বত্য এলাকার চারপাশে ভুটান, নেপাল ও চিন সীমান্ত রয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এলাকাটি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। আমরা জানতে পেরেছি, এই অঞ্চলে কিছু সন্দেহভাজন মানুষের আনাগোনা হচ্ছে। এরা হিন্দিতেও কথা বলে না। এরা রোহিঙ্গা শরণার্থী বলে আশঙ্কা করা হচ্ছে।’ এবিষয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন বিমল গুরুং।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I5rnnd
May 08, 2018 at 06:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন