নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬

তিরুবনন্তপুরম, ৩১ মেঃ কেরালার কোঝিকোড়ে নিপা ভইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও দু’জনের। মৃতরা হলেন মধুসূধনন(৫৫) ও অখিল(২৮)। মধুসূধনন কোঝিকোড় জেলা আদালতের সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। অখিল ছিলেন কোঝিকোড়ের কারাস্সেরির বাসিন্দা। কোঝিকোড়ের জেলা মেডিক্যাল অফিসার ডঃ জয়শ্রী এই দুটি মৃত্যুর কথা স্বীকার করেছেন।

এ নিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬। এছাড়া আরও দু’জন এই ভাইরাসে সংক্রমিত হয়ে কোঝিকোড়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন। জানা গিয়েছে, এদের অবস্থা আশঙ্কাজনক।

একই হাসপাতালে ভরতি আরও দুই রোগীর শরীরেও নিপা ভাইরাস প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। নজর রাখা হচ্ছে নিপায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা এমন ১০০০ জনেরও বেশি মানুষের ওপর। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া থেকে এম ১০২.৪ নামের ওষুধ শিগগিরই কেরালায় পৌঁছে যাবে। ডাক্তাররা জানিয়েছেন এই ওষুধেই চলবে চিকিত্‍সা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sxOcJQ

May 31, 2018 at 06:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top