কলকাতা, ৪ মেঃ বিসিসিআইয়ের তরফে বড়সড় পুরস্কার পেতে চলেছে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন। সব ঠিকঠাক থাকলে চলতি আইপিএলের দু’টি প্লে-অফ আয়োজনের দায়িত্ব পেতে পারে সিএবি। যোগ্যতা অর্জন করলে ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগ পেতে পারে কলকাতা নাইট রাইডার্স।
প্রাথমিকভাবে একাদশ আইপিলের সূচি ঘোষিত হওয়ার পরেও প্লে-অফ কোথায় অনুষ্ঠিত হবে, তা নির্দিষ্ট করতে কয়েকদিন সময় নেয় বিসিসিআই। পরে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামকে দায়িত্ব দেওয়া হয় এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার আয়েজনের। প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় ওয়াংখেড়ে।
চেন্নাইয়ের হোম ম্যাচগুলি আয়োজনের দায়িত্ব পেয়ে যাওয়ায় বিসিসিআই দু’টি প্লে-অফ পুণে থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে।
স্পোর্টিং পিচ ও দর্শক সমাগমের নিরিখে দেশের বাকি ক্রিকেট স্টেডিয়ামগুলিকে পেছনে ফেলে এগিয়ে ইডেন গার্ডেন্স। দর্শকাসনের নিরিখেও দেশের বৃহত্তম স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। সেকারণেই বিসিসিআই দু’টি প্লে-অফ পুণে থেকে সরিয়ে আনতে পারে কলকাতায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FGvrIo
May 04, 2018 at 02:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন