মৌমাছির আওয়াজকে হাতিয়ার করে কমানো গেল হাতির মৃত্যু

গুয়াহাটি, ১০ মেঃ   মৌমাছির আওয়াজকে হাতিয়ার করে রোখা গেল হাতির মৃত্যু।  রেলের ধাক্কায় হাতির মৃত্যু কমাতে এক অভিনব পন্থা অবলম্বন করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। ইন্টারনেটের মাধ্যমে মৌমাছির আওয়াজ ডাউনলোড করে হাতি যাতায়াত করে এমন লেভেল ক্রসিংগুলিতে সেই শব্দ বাজানো হচ্ছিল রেলর বিভিন্ন ক্রসিং-এ। আর তাতেই মিলে গেল সাফল্য।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার লোকেশ নারায়ণ জানিয়েছেন, ‘৬ মাস আগে আমরা এই ব্যবস্থা চালু করেছি। এর ফলে রেলের ধাক্কায় হাতি মৃত্যুর সংখ্যা অনেক কমছে।’ তিনি জানান, ‘এ বছর ৬টি হাতির মৃত্যু হয়েছে। যা অনেকটাই কম।’  তিনি বলেন,  ২০১৩ সালে ট্রেনের ধাক্কায় ১৯টি হাতির মৃত্যু হয়েছিল। ২০১৪ সালে পাঁচটি, ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ৯টি এবং গত বছর ১০টি হাতির মৃত্যু হয়।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G4igRJ

May 10, 2018 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top