মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মনিরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-গোপালনগরের সাবিরুদ্দীনের ছেলে। মঙ্গলবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১৪ আগস্ট শিবগঞ্জের ওমরপুরের একটি আম বাগান থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ মনিরুলকে আটক করে র‌্যাব। ওইদিনই র‌্যাব-৫, রাজশাহীর ডিএডি সাজ্জাদ হোসেন সেলিম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ অক্টোবর শিবগঞ্জ থানার এসআই ওসমান গনি আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আজ মনিরুলের উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৫-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2wHm2Bh

May 15, 2018 at 03:32PM
15 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top