চলছে ৫৭২টি বুথে পুনর্নিবাচন

কলকাতা, ১৬ মেঃ‌ আজ রাজ্যের ৫৭২ বুথে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৪ মে একদফায় পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় অশান্তির জেরে আজ চলছে পুনর্নিবাচন। ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের ১৯টি জেলায় পুনর্নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশিসংখ্যক বুথে ভোটগ্রহণ হচ্ছে উত্তর দিনাজপুরে৷ এই জেলার ৭৩টি বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে৷ তার মধ্যে রায়গঞ্জেই রয়েছে ২৮টি বুথ৷ মুর্শিদাবাদে ৬৩ বুথে, কোচবিহারে ৫২, নদিয়ার ৬০, মালদহে ৫৫, উত্তর ২৪ পরগনার ৫৯ বুথে পুনর্নির্বাচন হচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুনর্নির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই রয়েছে। ‌

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, যে বুথগুলিতে পুনরায় নির্বাচন হচ্ছে সেখানে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। এই নির্বাচনী কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন এএসআই পদমর্যাদার অফিসার। প্রতি বুথেই দেওয়া হয়েছে সশস্ত্র পুলিস।

এ বার ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতে যাওয়ায় সেখানে ভোটই হয়নি৷ ভোট হয়েছে ৪৬,৭০৬টি বুথে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2k0ybrF

May 16, 2018 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top