ভারতে ‘ভুল শিক্ষাপ্রাপ্ত’ লামাদের নিষিদ্ধ করল চিন

বেজিং, ১৬ মেঃ চিনের একটি কাউন্টি নিষিদ্ধ করল বেশ কয়েকজন তিব্বতি সন্ন্যাসীকে। অভিযোগ, ভারতে তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। চিনের এক সরকারি মিডিয়া সূত্রে খবর, প্রশাসনের ভয়, এই সব তিব্বতি সন্ন্যাসীরা ‘বিচ্ছিন্নতাবাদ’-এর প্রচার করতে পারেন।

গ্লোবাল টাইমস-কে এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ‘ভারতে যে সব তিব্বতি বৌদ্ধ সন্ন্যাসীদের ভুল প্রশিক্ষণ হয়েছে, তাঁরা দক্ষিণ পশ্চিম চিনের সিশুয়ান প্রদেশের লিটাং কাউন্টির বাসিন্দাদের বৌদ্ধ ধর্মের পাঠ দিতে পারবেন না।’

ওই আধিকারিক আরও জানিয়েছেন প্রতি বছরই এমন করা হয়। ভারতের থেকে গেক্সে লাহরাম্পা ডিগ্রি পেলেই শুধু হবে না। চিনের থেকে গেক্সে লাহরাম্পা ডিগ্রি পেতে হলে প্রত্যেক সন্ন্যাসীকে চিনা বৌদ্ধ পরীক্ষা এবং সুত্র ডিবেট পাশ করতে হবে। তবে এবছর ঠিক কত জন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসীকে চিনে নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2In4dZx

May 16, 2018 at 05:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top