নয়াদিল্লি, ১২ মেঃ বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি এবার আরও কড়া করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাবা-মার দেখাশোনা না করলে এবার ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সামাজিক ন্যায় বিচার মন্ত্রক ২০০৭ সালে পাশ হওয়া মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস আইনটির সংশোধনী আনতে চলেছে। বর্তমান আইনে দোষী সাব্যস্ত হলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেটাই বাড়িয়ে সাজার মেয়াদ দ্বিগুণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সন্তানের সংজ্ঞাও বাড়াতে চলেছে কেন্দ্র। বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য এতদিন আইনত দায়বদ্ধ থাকত তাঁর নিজের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি। এবার দত্তক নেওয়া এবং সত্ ছেলে-মেয়েদেরও এই আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য আইনত দায়বদ্ধ থাকবেন জামাই এবং পুত্রবধূরাও। বর্তমান আইনে বৃদ্ধ বাবা-মার ভরণপোষণের জন্য মাসিক ১০ হাজার টাকা দেওয়ার নিয়ম রয়েছে। সন্তান ঠিকমতো দেখাশোনা না করলে মেইনটেনেন্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন বৃদ্ধ বাবা-মায়েরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KcQoxe
May 12, 2018 at 03:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন