বিশ্বনাথ কালীগঞ্জ বাজারে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা

FB_IMG_1527690731349বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৪টি ব্যবসা-প্রতিষ্টানে ৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করে। বুধবার বিকেলে উপজেলার বিশ্বনাথ ও কালীগঞ্জ   বাজারে সহকারি কমিশনার (ভূমি) উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর অলীক গবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারে  জয়নাল ভেরাইটিজ স্টোর ১হাজার টাকা লেচুর দোকানে ২শ টাকা কালীগঞ্জ  বাজারে নাজির আহমেদ খান’র দোকানে  ১৫শ টাকা প্রভাত ভেরাটিজ স্টোরে ৫শত টাকা, জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ জোহরা বলেন, ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2LI5xsh

May 30, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top