নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত


নবীগঞ্জ থেকে :: নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আতাউল গনি ওসমানী,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,ওসি অপারেশন মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, সত্যজিৎ দাশ, ছাইম উদ্দিন, মুহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, বজলুর রশীদ, আবু সিদ্দিক,সামসুল ইসলাম সুজন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,

পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি, সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাশ, পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, শেখ সইফা রহমান কাকুলী, শিক্ষক আশরাফুল আলম প্রমূখ। সভায় সভায় উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামে সংঘটিত জোড়া খুনের রহস্য উদঘাটনের জন্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্বশানঘাট কালী মন্দিরের মূর্তি ভাংচুর ও দান বাক্স লুটের ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পৌর এলাকার ওসমানী রোড অভয়নগর শেরপুর, রুদ্্রগ্রাম সড়কের বেহাল দশা এবং সিলেট মৌলভীবাজারের বাস সালামতপুর নির্দিষ্ট ষ্ট্যান্ড অতিক্রম করে শহরের ব্যস্থতম নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে পাকিং করে রাজা কমপ্লেক্সের সামনে দাড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে জন জীবন অতিষ্ট হয়ে উঠছে। সভায় নতুন বাজার রোড ডিভাইডারের দু,পাশে অবৈধ মাছ সবজির দোকান বসানোয় পরিবেশ বিপন্ন হচ্ছে। সভায় মাদকের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনকে আরো জোরদার পদক্ষেপ নেয়ার উপর গুরাত্বারোপ করা হয়। সভায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনার উপর গুরাত্বারোপ করা হয় এবং পবিত্র রমজানে গ্রাহকরা যাতে নিরলস বিদ্যুৎ সেবা পায় সে ব্যাপারে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2wYdbvc

May 21, 2018 at 05:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top