লেবানন থেকে বাবু সাহাঃ লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ই মে রবিবার স্থানীয় সময় বিকাল ৩:০০ ঘটিকায় বৈরুতের ওয়াতা মোসাইতবি এলাকায় অবস্থিত একটি হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি মোঃ ইউসুফ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল করিম খান।প্রধান অতিথি ছিলেন, আই.এল.ও এর লেবানন প্রতিনিধি মোস্তফা সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবাননের জাতীয় শ্রমিক ফেডারেশন এর প্রেসিডেন্ট ক্যাস্ট্রো আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ মণির মিয়াজী, সাধারন সম্পাদক মোঃ ইমতিয়াজ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ ভূঁইয়া, সহ-সাধারন সম্পাদিকা অজন্তা ইসলাম খাদিজা ও মহিলা নেত্রী শাহনাজ বেগম।
বক্তব্য রাখেন, প্রবাসী কল্যান সমিতি লেবানন এর সাবেক সাধারন সম্পাদক মানিক মোল্লা, প্রবাসী ভাই-বোন সংগঠন এর সভাপতি আতাউর রহমান, শাহজালাল প্রবাসী সংগঠন এর সভাপতি শামিম আহম্মেদ, লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের এর উপদেষ্টা মজিবুল হক, ইকবাল হুসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, সহ-সভাপতি জেসমিন সুলতানা, প্রচার সম্পাদক আব্দুল মোতালিব, আপ্যায়ন সম্পাদক মায়া চৌধুরী সহ আরো অনেকে।আরো উপস্থিত ছিলেন, আমরা প্রবাসী বাংলাদেশী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
আলোচনা পর্বে অংশ নিয়ে বক্তারা প্রবাসী শ্রমিকদের সাথে সম্পর্কিত বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরে বলেন, লেবাননে অতীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে ঐক্য বিদ্যমান থাকলেও বর্তমানে তা দেখা যাচ্ছে না।বক্তারা প্রবাসীদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
সংগঠনটির পক্ষ থেকে দু’জন অসুস্থ প্রবাসী বাংলাদেশীর হাতে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।
সবশেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2wAvpCA
May 14, 2018 at 04:11AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন