ভারতের ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি চোটের কারণে ইংলিশ কাউন্টিতে খেলতে যেতে পারেননি। ফিজিও-ট্রেনারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এর মধ্যে খবর বের হলো, কোহলি নাকি ভারতের মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে যাচ্ছেন! না, জাতীয় বা রাজ্যসভার কোনো নির্বাচন নয়; এক গ্রামের পঞ্চায়েত নির্বাচন! কি? খবর পড়ে মাথা ঘুরছে? ওই গ্রামবাসীর মাথাও যে ঘুরে গিয়েছিল এই খবর শুনে! রাজনীতিবিদরা ক্ষমতায় এলে প্রতিশ্রুতি পালন করতে ভুলে যান। এমন অভিযোগ মাঝেমধ্যেই শোনা যায়। তবে মহারাষ্ট্রের সদ্য ঘটে যাওয়া ঘটনা হয়তো সব প্রতিশ্রুতিকে ছাপিয়ে যাবে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। মহারাষ্ট্রে রামলিঙ্গম এলাকার শিরুরের বাবুরাও গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের জন্য নির্বাচনের জন্য সমস্ত পক্ষই প্রচারে নেমেছে। ভিট্টাল গনপত গাভাতে নামে এক প্রার্থী ঘোষণা করেন যে তার র্যালিতে বিরাট কোহলিকে নিয়ে আসবেন। পোস্টারও লাগানো হয় বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবেই ওই গ্রামে বিরাট কোহলিকে দেখা জন্য ওই র্যালিতে ভিড় উপচে পড়ে। র্যালিতে দেখা গেল ভাড়া করে আনা নকল কোহলিকে! কিন্তু র্যালিতে গিয়েই চমকে যান গ্রামবাসীরা! বিরাট কোহলি তো দূরের কথা; তার মতোই এক ব্যক্তিকে ওই র্যালিতে নিয়ে এসেছে সেই প্রার্থী! এলাকার অনেকেই বলতে শুরু করেন, ইনি নাকি জুনিয়র বিরাট কোহলি। নকল বিরাট কোহলির পরিচয় জানা যায়নি। ভারতে ক্রিকেটারদের মতো দেখতে ব্যক্তিদের নিয়ে মাতামাতি নতুন কিছু নয়। এক সময়ে শচীনের মতো অবিকল দেখতে এক ব্যক্তি খেলার মাঠে হাজির হয়ে শিরোনাম হয়েছিলেন। এখন নকল কোহলিকে দেখে গ্রামবাসীরা ভোটবাক্সে ওই প্রার্থীর পক্ষে রায় দেন না বিপক্ষে, সেটা সময় বলবে। আরও পড়ুন: এবারের আইপিএলে যে যেই পুরস্কার পেলেন তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/০৯:০০/ ২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xjzknP
May 29, 2018 at 03:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন