চুনিয়া বাগানে হাতির তাণ্ডব, ক্ষতিপূরণের দাবিতে বনকর্মীদের ঘিরে বিক্ষোভ

শামুকতলা, ৩ মেঃ চুনিয়া চা বাগানে বুধবার রাতে তাণ্ডব চালালো একটি বুনো হাতি। স্থানীয় সূত্রে খবর, শামুকতলা থানার অন্তর্গত এই চা বাগানে সারারাত দাপিয়ে বেড়ায় হাতিটি। এলাকার ব্যবসায়ী দুলালচন্দ্র দাস এবং শফিক আহমেদের দুটি দোকানঘরেও হানা দেয় ওই বুনো হাতিটি। এছাড়াও প্রদীপ ওঁরাও নামে এক চা শ্রমিকের ঘর ভেঙে দেয় হাতিটি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, খবর দিলেও ঘটনার সময় বন কর্মীদের দেখা মেলেলি। তারপর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মীরা। সেসময় এলাকার বাসিন্দারা বনকর্মীদের আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। টানা চার ঘন্টা বন কর্মীদের ঘিরে রাখেন বাসিন্দারা। এলাকায় হাতির হানা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের এডিএফও উত্তম মিত্র জানান, ‘চা বাগানে বন্যপ্রাণীর দ্বারা ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই। তবে মানবিকতার খাতিরে আমরা বিষয়টি দেখছি। ভাঙা দোকানগুলি নির্মাণ করে দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।’

সংবাদদাতাঃ হরিপদ পাল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FE441S

May 03, 2018 at 08:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top