ভুবনেশ্বর, ৩১ মেঃ অবশেষে গ্রেফতার হলেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের প্রধান মুখ, নকশাল নেতা অলীক চক্রবর্তী। ভুবনেশ্বর থেকে আজ তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ দল। দু’বছরের বেশি সময় ধরে বেপাত্তা ছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে।
জানা গিয়েছে, লিভারে সংক্রমণ ছিল। তাই তিনি ভুবনেশ্বরে চিকিৎসা করাতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অলীক চক্রবর্তী। ভাঙড়ের মাছিডাঙা ছেড়ে গোপনে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছিলেন। মোবাইলের টাওয়ারের লোকেশন ধরে তাঁর পিছু নেয় পুলিশের বিশেষ দল।
আগামীকাল ভুবনেশ্বর আদালতে তোলা হবে তাঁকে। আবেদন করা হবে ট্রানজিট রিমান্ডের। মঞ্জুর হলে রাজ্যে নিয়ে আসা হবে তাঁকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J0eyz1
May 31, 2018 at 07:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন