মুম্বাই, ১৩ মে- গত কয়েক বছরে বেশ কিছু বলিউড তারকা কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেও বলিউড যেন অপেক্ষায় থাকে তাদের পোস্টার গার্ল ঐশ্বরিয়া রাইয়ের। প্রত্যাশা অনুযায়ী গতকাল কান চলচ্চিত্র উৎসব ২০১৮ এর লাল গালিচায় আবারো পা পড়ল ঐশ্বরিয়ার। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, নীল ও বেগুনী রঙের মিশ্রণে একটি অফ শোল্ডার পোশাকে কানের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে তাকে। আর এই পোশাকটি নকশার দায়িত্বে ছিলেন মিশেল চিয়ানচো। ঐশ্বরিয়ার স্টাইলিশের দায়িত্বে ছিলেন আস্থা শর্মা। এবার নিয়ে ১৭তম বারের মতো কান মাতাচ্ছেন তিনি। ৭১তম কান উৎসবে যোগ দিতে ফ্রান্সে একা আসেননি ঐশ্বরিয়া। সঙ্গে ছিল তার ছয় বছরের মেয়ে আরাধ্য রাই বচ্চন। লাল গালিচায় না হাঁটলেও লাল রঙের গাউনে কান চলচ্চিত্র উৎসবে হাজির ছিল আরাধ্য। নিজের মেয়ের স্টাইল নিয়েও সংবাদমাধ্যম পিটিআইয়ের সঙ্গে কথা বলেছেন ঐশ্বরিয়া। তিনি বলেন, সে কখনো নখে নেলপালিশ দেয়নি। সে একজন স্বাভাবিক মেয়ে এবং সে ডিজনির রাজকুমারীদের সম্পর্কে জানে। আমার সঙ্গে থাকলে সে ছবি তুলতে চায় না। যখন আমি কাজে ব্যস্ত থাকি তখনই সে ছবি তোলে। মা-মেয়ে কানে ব্যস্ত থাকলেও ভারতে ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক। সেখান থেকে পরিবারকে স্মরণ করতে ভোলেননি তিনি। ২০০৭ এর কান চলচ্চিত্র উৎসবে নিজেদের ছবি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন অভিষেক। আরও পড়ুন:নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এ কোন আলিয়া! স্মরণের পাশাপাশি ঐশ্বরিয়ার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার কোথাও ভক্তদের মনে করিয়ে দেন তিনি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের বিয়ের পর ২০০৭ সালের কান উৎসবের স্মৃতি। আর এখন কিন্তু মিসেস ঐশ্বরিয়াও ইনস্টাগ্রামে আছেন। লরিয়েল ব্র্যান্ডের বাণিজ্যিক মুখপাত্র হিসেবে এবারের কান উৎসবে গিয়েছেন ঐশ্বরিয়া। ১৭ মে আবারো কানের লালগালিচায় হাঁটার কথা রয়েছে তার। এমএ/ ০৪:১১/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rFc6TK
May 13, 2018 at 10:16PM
13 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top