আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রজাতির উদ্ভিদ। বেগুনী ফুলের ঝুনঝুনি তেমনই একটি উদ্ভিদ । এটি Fabaceae পরিবারের একটি বনজ উদ্ভিদ ।
এর ইংরেজী নামঃ Blue rattle pod, blue-flowered crotalaria, blue-flower rattle pod, purple pop bush, বৈজ্ঞানিক নাম Crotalaria verrucosa L.
এর ইংরেজী নামঃ Blue rattle pod, blue-flowered crotalaria, blue-flower rattle pod, purple pop bush, বৈজ্ঞানিক নাম Crotalaria verrucosa L.
পথের ধারে, বন-জঙ্গলে, পরিত্যক্ত জমিতে অনাদরে-অবহেলায় জন্মে।ঝুনঝুনি বাংলাদেশ,ভারত,চীন,ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং অষ্ট্রেলিয়াসহ, আফ্রিকা ও আমেরিকার বিভন্ন দেশে দেখা যায়। ঝুনঝুনির ভেষজ গুণ রয়েছে। এর শিকড় জ্বর ও পেটের ব্যাথায় ব্যবহার হয়। এছাড়া এ গাছ রক্ত পরিষ্কারক হিসেবেও ব্যবহার হয়।
পুষ্পদন্ডে এক সাথে অনেক বেগুনী ফুল ফোটে।সে কারনে প্রকৃতি প্রেমীদের এ ফুল সহজেই দৃষ্টি কাড়ে।এই সুন্দর বনফুল শুধু অবহেলিত- অরক্ষিত নয়, অজ্ঞানতা ও অবজ্ঞার কারনে ধীরে ধীরে বিলীন হচ্ছে। ছবিটি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর থেকে তোলা। ছবি ও লেখা-রবিউল হাসান ডলার
চাঁপাইনবাবগঞ্জ নিউজ
from Chapainawabganjnews https://ift.tt/2G2kv8s
May 09, 2018 at 07:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন