২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশিত হয়েছে। ধীরে ধীরে বিশ্বকাপের আমেজে মজতে শুরু করবে গোটা ক্রিকেট বিশ্ব। একবছর আগে থেকেই দলগুলি পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। কোন দল কাপ জিততে পারে তা খোলাখুলি জানিয়েছেন সৌরভ। সৌরভ মনে করছেন, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ফেভারিট ভারতই। ২০০৩, ২০০৭ সালে বিশ্বকাপে আমরা ফেভারিট হিসাবে গিয়েছি। ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের দলের গুণমান এত ভালো হয়ে গিয়েছে যে তা অন্য দলের থেকে আমাদের আলাদা করেছে। ফলে সৌরভের মতে, ভারত যখনই বিশ্বকাপ খেলবে ফেভারিট হিসাবেই মাঠে নামবে। কারণ বিভিন্ন দল আলাদা পরিবেশে ভালো খেলে। তবে আমাদের দল অত্যন্ত শক্তিশালী। আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলী একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন: শেবাগ ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভারত ফাইনালে ওঠে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় ভারত। শুধু সৌরভই নন, তাঁর দলের প্রাক্তন দুই সদস্য যুবরাজ সিং ও বীরেন্দ্র শেওয়াগ মনে করছেন ২০১৯ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারবে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FzyXnZ
May 02, 2018 at 03:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top