সাতনা (মধ্যপ্রদেশ), ১২ মেঃ ফি জমা না দেওয়ায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ফলে বিসিএ পড়ুয়ার হার্টফেল হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাতনায়। জানা গিয়েছে, নিহত পড়ুয়ার নাম মোহনলাল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রামকৃষ্ণ কলেজের বিসিএ পড়ুয়া ছিলেন মোহনলাল। তিনি ফি হিসেবে ২৫,৭০০ টাকা জমা দিয়েছিলেন। কিন্তু বাকি ৩০০ টাকা জমা দিতে না পারায় তাঁকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। কেরিয়ার বরবাদ হয়ে যাবে এই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এদিকে ঘটনার প্রতিবাদে মৃত ছাত্রের ক্ষুব্ধ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, জেলা প্রশাসন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IckLYk
May 12, 2018 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন