ঢাকা, ১৫ মে- চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর হন্যে হয়ে কোচ খুঁজছে বিসিবি। প্রধান কোচের বিষয়টি এখনো সমাধান না হলেও দলের পরামর্শক হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে অনেকটা চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আগামী ২০-২১ তারিখে তাঁর বাংলাদেশে আসার কথা। কারস্টেন এই মুহূর্তে যুক্ত আছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। আইপিএলের পয়েন্ট তালিকায় বেঙ্গালুরুর অবস্থান প্রায় তলানিতে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরুর শেষ চারে ওঠার সম্ভাবনা ক্ষীণ। যদি কোহলিরা না-ই উঠতে পারেন, তাহলে এবার আইপিএলে বেঙ্গালুরুর শেষ ম্যাচ আগামী শনিবার, ১৯ মে। সেটি হলে কারস্টেনের বাংলাদেশে আসার কথা ২০-২১ তারিখে। কাল রাতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের আইসিসি ট্রফিজয়ী কোচ গর্ডন গ্রিনিজের সম্মাননা অনুষ্ঠান শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আপাতত কারস্টেনের কাজ হবে বিসিবিকে প্রধান কোচের নিয়োগে সহায়তা করা। সাবেক এ প্রোটিয়া কোচ কীভাবে বিসিবিকে সহায়তা করবেন, কাল সেটির একটি ধারণা দিলেন নাজমুল, আমরা মোটামুটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলেছি (প্রধান কোচের)। তেমন নাম করা কেউ নন। নামকরা যারা আছে, তারা হয় কোনো না কোনো দলের সঙ্গে জড়িত বা আইপিএল-বিগ ব্যাশের সঙ্গে জড়িত। আমরা চাচ্ছি লম্বা সময়ের জন্য। হাথুরুকে যখন আনি, তাকে তো সেভাবে কেউ চিনত না। অভিজ্ঞ, আমাদের জন্য ভালো হবেএমন তিন-চারজনের একটা তালিকা করে রেখেছি। এখন পরামর্শকের (কারস্টেন) মতামতও জানা দরকার। আইপিএলের পয়েন্ট তালিকায় বড় ওলট-পালট না হলে সে ২০-২১ তারিখে চলে আসবে। আমাদের পাশাপাশি পরামর্শকও একটা তালিকা তৈরি করেছে। এমনও হতে পারে, আমাদের চেয়ে ভালো কোচ তার তালিকায় আছে। আমাদের কী ধরনের, কেমন কোচ দরকার, সেটি নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি, এ মাসের মধ্যে দৃশ্যমান কিছু দেখতে পাবেন। এ মাসে দৃশ্যমান অগ্রগতির কথা বললেও বিসিবি সভাপতি জানালেন, জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তান সিরিজের আগে অন্তত প্রধান কোচ পাচ্ছে না বাংলাদেশ। বিসিবি চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেন প্রধান কোচকে নিয়ে যেতে পারে বাংলাদেশ। সূত্র: প্রথম আলো আর/১৭:১৪/১৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IkpW8C
May 16, 2018 at 12:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন