ফুটবল বিশ্বে এখন চলছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো যুগ। কাঁধে কাঁধ মিলিয়ে চলে তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা। সেরা কে?- সেই প্রশ্ন তো নিত্য দিনের। এমন প্রশ্ন তারা একপাশে সরিয়ে রাখলেও মিডিয়া যেন বারবার মনে করিয়ে দেয়। আর কী-ই বা করার আছে! মিডিয়ার মুখ তো আর বন্ধ রাখা যায় না। তবে রোনালদোর বাড়িতে একেবারে ভিন্ন পরিবেশ; সেখানে মেসি শব্দ মুখে নেওয়াই নিষিদ্ধ! সেরা হওয়ার দৌড়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলে আর্জেন্টিনা ও পর্তুগাল অধিনায়কের। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সব চেষ্টা করেন মেসি ও রোনালদো। ব্যক্তিগত অর্জনের জন্যও তাদের প্রতিদ্বন্দ্বিতা চোখে পড়ার মতো। কিন্তু ওসব শুধুই মাঠে। রোনালদোর বোন কাতিয়া জানালেন, বাইরের ঝামেলা বাড়িতে নিয়ে আসেন না রিয়াল ফরোয়ার্ড। যখন বাড়িতে আসেন, তখন তার চির প্রতিদ্বন্দ্বী মেসিকে নিয়ে সব ধরনের আলোচনা এড়িয়ে চলেন রোনালদো। লেকুইপকে কাতিয়া বলেছেন, বাড়ির ভেতরে আমরা মেসিকে নিয়ে কথা বলি না। ক্রিস্তিয়ানো জানে যে ঘরের বাইরে একটা ঝড় চলে। সে এটাও বুঝতে পারে, যখন সে বাইরে থেকে ঘরের ভেতরে ঢোকে তখন ও নিরাপদ। তার সব হারানো শক্তি ফিরে পাওয়ার জায়গা এটা। পেশাদার ও ব্যক্তিগত জীবনে সঠিক ভারসাম্য আনার কারণেই এই আধুনিক ফুটবলের শীর্ষে আছেন রোনালদো, এমনটাই মনে করেন কাতিয়া। রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত বর্তমান চুক্তি আছে ৩৩ বছর বয়সী রোনালদোর। এই চুক্তি শেষ হওয়া পর্যন্ত পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী সেরা ফর্মে থাকবেন বিশ্বাস তার মা ডোলোরেস আভেইরোর। লেকুইপকে তিনি বলেছেন, কয়েক জন খেলোয়াড় ৩৭ বছর পর্যন্ত খেলেছে। ক্রিস্তিয়ানো একটা যন্ত্র নয়। কিন্তু যতদিন পারবে সে খেলে যাবে। আমি মনে করি আরও তিন-চার বছর বেশি খেলতে পারবে ও। সূত্র: গোল ডটকম আর/০৭:১৪/১২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wAd9cB
May 13, 2018 at 05:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন