ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম মেরামতের জন্য আইসিসির চ্যারিটি ম্যাচটি নিয়ে নাটকের শেষ হচ্ছে না। একের পর এক ক্রিকেটার বিশ্ব একাদশ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন। এবার ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে সরিয়ে বিশ্ব একাদশে নেওয়া হয়েছে স্ত্রী নির্যাতনে অভিযুক্ত ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে। ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ফান্ড গঠনের লক্ষ্যে ম্যাচটিতে খেলছেন বাংলাদেশের তামিম ইকবাল। আরেক তারকা সাকিব এর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ভারত থেকে শামি ছাড়াও জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক। জানা গেছে, হার্দিক পাণ্ডিয়া ভাইরাল ইনফেকশনের জন্য নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। ভারতের হয়ে ৭টি টি-টোয়েন্টিতে শামির ঝুলিতে রয়েছে ৮ উইকেট। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স দলেও ছিলেন তিনি। সম্প্রতি স্ত্রী হাসিন জাহানকে শারিরীক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। এছাড়া বিশ্ব একাদশ দলটিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে আছেন আদিল রশিদ এবং এউইন মরগ্যান। এছাড়া দুজন করে ক্রিকেটার আছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। একজন করে ক্রিকেটার আছে আফগানিস্তান ও নেপালের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে আছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, স্যামুয়েলসদের মতো বিশ্ব তারকারা। আইসিসি বিশ্ব একাদশ এউইন মরগ্যান (অধিনায়ক, ইংল্যান্ড) শাহিদ আফ্রিদি (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), দীনেশ কার্তিক ( ভারত), রশিদ খান (আফগানিস্তান), সন্দীপ লামিচানে (নেপাল), মিচেল ম্যাকক্লেনাঘান (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লুক রোঁচি (নিউজিল্যান্ড), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত)। ওয়েস্ট ইন্ডিজ একাদশ কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মার্লন স্যামুয়েল, কেসরিক উইলিয়ামস। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৪:০০/ ৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J1fv6b
May 30, 2018 at 10:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top