টরন্টো, ১৭ মে- গত ১২ ও ১৩ মে কানাডার টরন্টোতে প্রদর্শিত হল আলোচিত বাংলাদেশের চলচ্চিত্র ডুব ও আলতা বানু। টরন্টোর আগা খান জাদুঘর থিয়েটারে ডুব দেখানো হয় ১২ মে বিকাল ৪টায়। এবং আলতা বানু দেখানো হয় ১৩ মে দুপুর সাড়ে তিনটায়। সিনেমা দেখতে দুদিনই হলভর্তি ছিল দর্শকে। শুধু বাংলাদেশের নয়, উৎসবে কলকাতা থেকেও দেখানো হয় বেশ কয়েকটি ছবি। এরমধ্যে তালিকায় ছিল, অরিন্দম শীলের আবার শবর, অতনু ঘোষের ময়ূরাক্ষী, ধ্রুব ব্যানার্জীর গুপ্তধনের সন্ধানে এবং কৌশিক গাঙ্গুলীর দৃষ্টিকোণ। গত ১০ মে সপ্তমবারের মতো পর্দা উঠেছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮-এর। ২১ মে তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে পর পর দুইদিন প্রদর্শীত হল দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ডুব, এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নির্মাতা অরুণ চৌধুরীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি আলতা বানু। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়াতে অংশ নিতে টরন্টোতে আসেন এই ছবির পরিচালক। তথ্যসূত্র: cbn24. আরএস/০৯:০০/ ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wTrOQy
May 17, 2018 at 04:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top