বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও নতুন মৌসুমে নেইমারের দলবদল নিয়ে যেন গুঞ্জনের শেষ নেই। কখনও সংবাদ আসছে যে, রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি প্রায় শেষ! কখনও বা নেইমারের সংশ্লিষ্ট সকলে বলছে, নেইমার কোথাও যাচ্ছেনা থাকছেন প্যারিসেই। তবুও নেইমারের দলবদল নিয়ে জল্পনা-কল্পনার অবসান হচ্ছেনা। নেইমার এবার নিজেই মুখ খুললেন। দলবদলের বিষয়টাকে স্রেফ ফালতু বলে উড়িয়ে দিলেন। বিশ্বকাপ সামনে , গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পরে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। লন্ডনে বিশ্বকাপ প্রস্তুতির ঘাঁটি গড়বার উদ্দেশ্য যাত্রা করার আগে নেইমার নিজেই তার দলবদলের বিষয় নিয়ে মুখ খুললেন। আমার পূর্ণ মনোযোগ এখন ব্রাজিল। মানুষ উল্টা-পাল্টা মন্তব্য করছে, যেগুলো উত্তর দেওয়ার মত নয়।- রিও ডি জেনেরিওতে এক সাংবাদিককে নেইমার। গত মৌসুমেই রেকর্ড ২২২ মিলিয়নের বিনিময়ে ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয় ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তবে দলের সেরা খেলোয়াড় হওয়ার পরও বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলার মধ্যেই ছিলেন নেইমার। কখনও খেলার মাঠে পেনাল্টি নেওয়া নিয়ে সতীর্থ কাভানির সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন কখনও বা দলের কোচের সাথে মত বিরোধ করে হয়েছেন খবরের শিরোনাম। মৌসুম শেষে তাই কোচ উনাই এমেরির বিদায়। ফেব্রুয়ারিতে ইনজুরিতে পরার পর এখন অব্দি মাঠে নামা হয়নি তার। এখনও শতভাগ সুস্থ না হলেও নেইমার আশা করছে বিশ্বকাপের আগেই পুরোপুরি নিজেকে ফিরে পাবেন। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বযাত্রা শুরু করতে যাচ্ছে নেইমারের ব্রাজিল। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GXJ5b3
May 29, 2018 at 05:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন