বিজেপি হারাতে জেডিএস-এর সঙ্গে হাত মেলাল কংগ্রেস

বেঙ্গালুরু, ১৫ মেঃ‌ সকাল থেকেই কর্নাটকে একক সংখ্যগরিষ্ঠার পথে ছিল বিজেপি। তবে বেলা গড়াতেই পাল্টে গেল হাওয়া। জেডিএসকে সমর্থনের প্রস্তাব পাঠায় কংগ্রেস। টেলিফোনে দেবগৌড়ার সঙ্গে কথা বলেন সোনিয়া গান্ধি। কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে কংগ্রেস। বিজেপিকে ঠেকাতে যেকোনো মূল্য দিতে তৈরি তারা। এ নিয়ে গুলামনবি আজাদের সঙ্গে কথাও বলেছেন সোনিয়া। কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করার কথা প্রস্তাবও সোনিয়া গুলামনবি আজাদকে দিয়েছেন। সূত্রের খবর জেডিএস কংগ্রেসের জোটবার্তায় সম্মত হয়েছে।

সিদ্দারামাইয়া সহ গুলামনবি আজাদ অশোক গেহলট সকলেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। বিকেলে রাজ্যপালের কাছে সরকার গড়ার প্রস্তাব নিয়ে যাবে জেডিএস। ১৮ তারিখ শপথ গ্রহণের দাবি জানিয়েছে জেডিএস। তবে পুরো ফল প্রকাশের পরই সরকার গঠনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার আগে কাউকে ডাকা হবে না বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিজেপিও নিজের জায়গায় অনড় থাকতে তৈরি করছে রণকৌশল। প্রকাশ জাভড়েকর, জে পি নাড্ডা এবং ধর্মেন্দ্র প্রধান বেঙ্গালুরু রওনা হয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KnhJgu

May 15, 2018 at 04:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top