সুরমা টাইমস ডেস্ক ::
প্রাথমিকে চলমান সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১লা জুন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১১টা ২০ মিনিটে। এ ধাপে ১৪ জেলায় পরীক্ষা হবে।
গত ১৫ই মে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগ বিধিমালা অনুযায়ী, পার্বত্য অঞ্চলের বাকি তিন জেলায় কোটাভিত্তিক স্থানীয়ভাবে নিয়োগ দেয়া হবে।
আগামী ১লা জুন যে ১৪ জেলায় পরীক্ষা হবে:–
গাজীপুর, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সাতক্ষীরা, যশোর, কুড়িগ্রাম ও নীলফামারী।
এদিকে তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২৬শে মে অনুষ্ঠিত হবে। এ ধাপে ১৫ জেলায় পরীক্ষা হবে।
জেলাগুলো হলো: জামালপুর, টাঙাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগাঁ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল।
দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার সহকারী শিক্ষক নেয়া হবে। তার বিপরীতে সারাদেশ থেকে প্রায় ছয় লাখ আবেদন জমা পড়েছে।
তৃতীয় ও চতুর্থ ধাপের লিখিত পরীক্ষায় ব্যবহৃত ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি ও পরীক্ষা-সংক্রান্ত তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সালের ৯ই ডিসেম্বর থেকে নিয়োগে আবেদন শুরু হয়। চলে ২০১৫ সালের ১২ই জানুয়ারি পর্যন্ত। সেখানে ১০ হাজার আসনে প্রায় ১২ লাখ আবেদন জমা পড়ে। পরে মামলা জটিলতায় এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। চলতি বছরের মার্চে আবারও নিয়োগ কার্যক্রম শুরু হয়।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GqYVe1
May 17, 2018 at 10:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন