হরিশচন্দ্রপুর, ৮ মেঃ হরিশচন্দ্রপুরে তৃণমূল-কংগ্রেসের হোডিং পোস্টার ছেড়া নিয়ে উত্তেজনা ছড়াল। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চাঁচল হরিশচন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।
হরিশচন্দ্রপুরের তৃণমূল সভাপতি তোজমূল হোসেন ও ব্লক চেয়ারম্যান বিকাশ ব্যানার্জি জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েত ভোট নিয়ে আগামি বুধবার একটি জনসভা ছিল। ওই জনসভায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতি মন্ত্রী বাচু হাসদা সহ জেলার নেতারা আসবেন। সেই উপলক্ষে গোটা হরিশচন্দ্রপুরকে মুখ্যমন্ত্রী এবং পরিবহনমন্ত্রীর ছবির বেনার পোস্টার দিয়ে সাজানো হয়েছিল। এদিন সকালে দেখা যায় প্রতিটা বেনার পোস্টার ছেঁড়া। অভিযোগের তীর বিজেপির উঠেছে দিকে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি হরিশ্চন্দ্রপুর ১ এর ব্লক সভাপতি রুপেশ আগরওয়াল। জানা গিয়েছে, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রায় ১ঘন্টা চাঁচল হরিশচন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূলের নেতা কর্মীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rseddP
May 08, 2018 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন