লন্ডন, ৪ মেঃ বিশ্বের সুপরিচিত ও অন্যতম বৃহৎ অকশন হাউজ ব্রিটেনের বনহ্যামস। যাত্রা শুরু করেছিল ১৭৯৩ সালে। ফাইন আর্ট, অ্যান্টিক, গয়না, এমনকী পুরনো দিনের গাড়ি- সব কিছুরই নিলাম হয় এখানে।
চলতি বছরের এপ্রিলে, এখান থেকেই নিলাম হয়েছে এক জোড়া সোনার কানের দুল। তাও আবার ১৫৫ বছর আগে প্রয়াত ভারতের এক রানির কানের দুল। সংস্থার টুইটার পেজ থেকে জানা গিয়েছে, মিউজিয়াম কর্তৃপক্ষ দুল জোড়া ১৮ থেকে ২৭ লক্ষ টাকায় নিলামে তোলার কথা ভেবেছিল। কিন্তু, আশ্চর্যজনকভাবে তার দাম উঠল ১.৬২ কোটি টাকা।
রানির নাম জিন্দন কৌর| তিনি ছিলেন পঞ্জাবের মহারানি| মহারাজা রঞ্জিত সিং-এর কনিষ্ঠ মহিষী| ১৮৩৯ খ্রিস্টাব্দে প্রয়াত হন রঞ্জিত সিংজি| তাঁর মৃত্যুতে সতী হন চারজন স্ত্রী ও সাতজন উপপত্নী| তখন জিন্দনের ছেলে দলীপের বয়স মাত্র ৫ বছর| তাই হয়তো রেহাই পেয়েছিলেন জিন্দন| তিনি পঞ্জাবের শেষ মহিষী| শিশু দলীপ যখন সিংহাসনে বসে, বকলমে রাজ্য পরিচালনা করতেন জিন্দন| তিনি একমাত্র প্রমীলা শিখ শাসক|
রাজনীতি কূটনীতি ও সমরবিদ্যায় তুখোড় এই রানিকে রোমের ভ্যালেরিয়া মেসালিনার সঙ্গে তুলনা করে তাঁকে বলা হয় ‘মেসালিনা অফ দ্য পঞ্জাব’। ১৮৬৩ সালে ইংল্যান্ডের কেনসিংটনে প্রয়াত হন তিনি| তাঁর নাতনি রাজকুমারী বাম্বা সাদারল্যান্ড বহু চেষ্টা করে লাহোরে তাঁকে মহারাজা রঞ্জিত সিং-এর সমধির পাশে সমাধিস্থ করেন|
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ib1Z2z
May 04, 2018 at 05:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন