হাওড়া, ১২ মে- প্রতিবেশীদের চিৎকারে বাড়ির ছাদে উঠে পরিবারের লোকজন যখন মিনা পাঁজাকে পান তখন তিনি আর পৃথিবীতে নেই। তারপরই পরিবারের লোকজন অভিযোগ করেছেন প্রতিবেশীরা চিৎকারের সময় বেশ কয়েকজন মোবাইলে ৬৫ বছরের বৃদ্ধার পুড়ে যাওয়ার ছবি তুলছিল। সেসময় তারা ছবি না তুলে তাকে বাঁচানোর চেষ্টা করলে মিনা পাঁজা বেঁচে যেতে পারতেন। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়ার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসছয়েক আগে মৃত্যু হয়েছে মিনার স্বামী কাশীনাথ পাঁজার। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতাও ছিল। সে কারণে এর আগে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, দাবি পরিবারের। মিনা থাকতেন ছোট ছেলের পরিবারের সঙ্গে। ওই একই বাড়িতে থাকেন বড় বৌ ও তার ছেলেমেয়েরা। আরও পড়ুন: কলকাতার নিউমার্কেটে মরা মুরগির রমরমা ব্যবসা বড় বৌ পাপড়ি পাঁজা বলেন, হাঁড়ি আলাদা হলেও আমরা এক বাড়িতে থাকি। বুধবার রাতেও মা আমাদের সঙ্গে কথা বলেছিলেন ভালোভাবে। এদিন সকালে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে। মিনাদেবীর ছোট বৌ দেবশ্রী বলেন, আমি ছাদে গিয়ে দেখি সব শেষ। কালো হয়ে গিয়েছে দেহ। অথচ, পরে দেখেছি অনেকে ছবি তুলেছেন। তারা তো এগিয়ে আসতে পারতেন! আরএস/০৯:০০/ ১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2jQWatj
May 12, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top