আগামী বছরের আইপিএলে কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? চেন্নাই অধিনায়কের সাম্প্রতিক মন্তব্যই জল্পনা বাড়িয়ে দিয়েছে। ২০০৮ থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। মাঝে দুবছর নিষিদ্ধ ছিল দল। তখন ধোনি খেলেছেন পুনের হয়ে। এ বছর চেন্নাই আবার আইপিএলে ফিরেছে। ধোনিও স্বমহিমায়। দল উঠে গেছে প্লে-অফে। এমন সময় ধোনির মন্তব্যে জল্পনা বেড়েছে। তাহলে কি হলুদ জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মাহি? স্বয়ং ধোনি বলেছেন, চেন্নাই ফ্র্যাঞ্চাইজি মালিকরা দুর্দান্ত। একটা দারুণ দল তারা তৈরি করেছেন। যার ফলে অধিনায়কের কাজটা সহজ হয়ে গেছে। ভালো দল না হলে কাজটা কঠিন হয়ে যায়। এই দলের সবাই সুযোগ পেলেই নিজেদের সেরাটা দিয়েছে। তবে আগামী দুবছরের মধ্যে এই দলের অনেকেই থাকবে না। টি ২০ ক্রিকেটে খেলার মতো ফিটনেসও হয়তো সিনিয়রদের থাকবে না। তবে এই ১০টা বছর আমরা দারুণ কাটিয়েছি। অধিনায়ক হিসেবে চেন্নাইকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। তিনবার চেন্নাই রানার্স হয়েছে। এবারও চেন্নাই চ্যাম্পিয়ন হতে পারে। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2s0LhK0
May 23, 2018 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top