নয়াদিল্লি, ২২ মেঃ বিশ্ব প্রদক্ষিণ করে দেশে ফিরল সম্পূর্ণ মহিলা পরিচালিত জাহাজ। তারিণীকে অভ্যর্থনা জানাতে গোয়ার বন্দরে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বরে যাত্রা শুরুর পর ২৫৪ দিনে ২১ হাজার ৬০০ নটিক্যাল মাইল ঘুরে INSV তারিণী সোমবার গোয়ায় ফিরতেই হাততালিতে ফেটে পড়ল বন্দর। সম্পূর্ণ মহিলা পরিচালিত তারিণীতে ছিলেন ৬ মহিলা ক্রু। এই অভিযানের নাম ছিল ‘নবিকা সাগর পরিক্রমা’। জাহাজটি ঘুরেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফকল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মরিশাস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rXR42a
May 22, 2018 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন