দুর্ঘটনার পর বাসে আগুন, মৃত ২৭ যাত্রী

মতিহারি(বিহার), মেঃ  দুর্ঘটনার পর বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ২৭ জন যাত্রী। যাত্রীদের মধ্যে মাত্র পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারিতে ২৮ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, মুজফ্ফরনগর থেকে দিল্লি যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি।  কোটওয়া থানা এলাকার চেতয়ার কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। তারপরেই আগুন লেগে যায় তাতে।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের মু্খ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jrCrAe

May 03, 2018 at 07:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top