নগাঁও, ৯ মেঃ মঞ্চে উঠে নিজের এলাকার রাস্তাঘাটের সমস্যা নিয়ে বলতে শুরু করেছিলেন অসমের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই সময়ই তাঁর কাছ থেকে মাইক্রোফোন চেপে ধরলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁও-এ স্বচ্ছ ভারত মিশনের অনুষ্ঠানে। রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেইন আচমকা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওই শিক্ষকের দিকে এগিয়ে যান এবং সবার সামনেই তাঁর মাইক্রোফোন চেপে ধরেন। মাইক্রোফোনটি আবার হাতে নিয়ে মন্ত্রীর কথার জবাব দেওয়ার চেষ্টা করেন ওই শিক্ষক। কিন্তু মাইক্রোফোন তাঁকে হাতে নেওয়ার কোনও সুযোগই দেননি মন্ত্রী।
ঘটনায় এলাকার পড়ুয়ারা বিক্ষোভে ফেটে পড়েন। মন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এই ঘটনায় গোহাইনের ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K8FKYH
May 09, 2018 at 04:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন