চিনা আগ্রাসন রুখতে ইন্দোনেশিয়াকে পাশে থাকার বার্তা মোদির

নয়াদিল্লি, ৩০ মেঃ ত্রিদেশীয় সফরে মঙ্গলবার ইন্দোনেশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী। সূত্রের খবর, অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন (এএসইএএন)-এর অংশ হিসাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, মোদির পাঁচ দিনের এই সফরে এই তিন দেশের সঙ্গে ভারতের পারস্পরিক বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসতে পারে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরে চিনা আগ্রাসন রুখতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো-র সঙ্গেও আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sqeSfu

May 30, 2018 at 05:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top