টরন্টো, ২৯ মে- গত ২৫ মে শুক্রবার বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি কানাডিয়ান-কানাডিয়ান বাংলাদেশি (বিসিসিবি)-এর জমজমাট ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। টরন্টোর গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে আয়োজিত এই ইফতার পার্টিতে গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ যোগ দেন। হরেকরকমের আইটেম দিয়ে সাজানো ছিল চমৎকার এই বুফে ইফতার। অতিথিরা দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে বেশ আগ্রহের সঙ্গে এই বুফে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে বিসিসিবির প্রেসিডেন্ট রিমন মাহমুদ-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত এই সভায় উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রথমে মঞ্চে ডাকেন আসছে ৭ জুন অন্টারিও প্রদেশের নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে (নিউ ডেমোক্রেটিক পার্টি) এনডিপি মনোনীত এমপিপি প্রার্থী বাংলাদেশি মেয়ে ডলি বেগম। এরপর তাঁরই নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল থেকে মনোনীত বর্তমান এমপিপি লরেঞ্জো বেরারদিনেতিকে মঞ্চে ডাকা হয়। রিমন তাঁদের দুজনকেই শুভেচ্ছা জানান। লরেঞ্জো এবং ডলিও একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মঞ্চে আসেন ২২ অক্টোবর টরন্টো সিটি নির্বাচনে ওয়ার্ড ৩৮ থেকে কাউন্সিলর প্রার্থী মহসিন ভূঁইয়া। ওয়ার্ড ৩৯ থেকে কাউন্সিলর প্রার্থী দুজন বাংলাদেশি হিশাম চিশতী এবং সনি মীরকে একসঙ্গে মঞ্চে ডাকেন রিমন। তাঁদের একসঙ্গে উপস্থিতিতে এসময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ওয়ার্ড ১৮ থেকে টরন্টো ডিসট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি পদপ্রার্থী ফেরদৌস বারীকেও উপস্থিত অতিথিদের সামনে পরিচয় করানো হয়। এছাড়া ওয়ার্ড ৪৭ থেকে কাউন্সিলর প্রার্থী জেনিফার গ্রে ম্যাকেল্ভিকেও মঞ্চে ডেকে পরিচয় করানো হয়। ইফতার অনুষ্ঠানে আরও যোগ দেন বিচেস-ইস্ট ইয়র্ক থেকে এমপিপি প্রার্থী আর্থার পটস, এবং সিটি নির্বাচনে টরন্টোর মেয়র প্রার্থী ব্যারিস্টার এএসএম তোফাজ্জল হক। বিসিসিবির এডমিন, স্বেচ্ছাসেবক, অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন রিমন মাহমুদ। এমএ/ ০৩:২২/ ২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JdEnL9
May 29, 2018 at 09:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top