গুপ্তচরবৃত্তির দায়ে তিন বছর কারাদণ্ড প্রাক্তন ভারতীয় কূটনীতিকের

নয়াদিল্লি, ২০ মেঃ পাকিস্তানের আইএসআই-কে সংবেদনশীল তথ্য সরবরাহ করার অপরাধে তিন বছর কারাদণ্ড হল ভারতের প্রাক্তন কূটনীতিক মাধুরী গুপ্তার। শনিবার দিল্লি হাইকোর্ট এই রায় দেয়। তাঁর ভূমিকাকে ‘গুরুতর নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করে হাইকোর্ট।

শাস্তি ঘোষণার পর এই প্রাক্তন কূটনীতিককে জামিন দেওয়া হয়েছে। যাতে তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকর্টে আবেদন করতে পারেন।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, ২০০৮ থেকেই আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেছিলেন মাধুরী। নিজের মেইল থেকে পাক গুপ্তচর সংস্থার কাছে নানা তথ্য পাচার করতেন। এ খবর পেতেই সতর্ক হয় ভারতীয় বিদেশমন্ত্রক।
২০০৭ সাল থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ‘প্রেস অ্যান্ড ইনফরমেশন’-এ দ্বিতীয় সেক্রেটারি পদে ছিলেন। ২০১০ সালের ২২ এপ্রিল ভারতে আসার পরপরই তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগে পর্যনিত ওই পদেই ছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rUVt6K

May 20, 2018 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top