নয়াদিল্লি, ২৬ মেঃ খুব শীঘ্রই ফেসবুক, টুইটার এবং ইমেল অ্যাকাউন্টে নতুন একজন ফলোয়ার আপনার প্রতিটি গতিবিধির ওপর লক্ষ্য রাখবে। সে আর কেউই নয়, স্বয়ং রাষ্ট্র। এই নতুন টুলের নাম দেওয়া হচ্ছে ‘বিগ ব্রাদার’। আপনি কী পোস্ট করছেন, কী বিষয়ে পোস্ট করছেন, তাতে কিছু আপত্তিকর থাকছে কিনা, কাকে মেল করছেন, এ সব কিছু নখদর্পণে থাকবে কেন্দ্রের। জানা গিয়েছে, এইবিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে টেন্ডার ডাকা হয়েছে। এই টুল তৈরি হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড়ো সোশ্যাল মিডিয়া মনিটরিং টুল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sewFWF
May 26, 2018 at 12:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন