নয়াদিল্লি, ২১ মেঃ কর্ণাটকে একটি অশুভ জোট সরকারে বসেছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা। এদিন তিনি বলেন ‘জনগণের রায়ের বিরুদ্ধে কর্ণাটকে একটি অশুভ জোট সরকারে বসেছে।’
কংগ্রেসের আসন কমে যাওয়াকে কটাক্ষ করে নিয়ে তিনি বলেন, ‘কংগ্রেস গত নির্বাচনে ১২২ আসন পেয়েছিল, এবার সেটা ৭৮ হয়েছে। তাই জন্য কি কংগ্রেস আনন্দ করছে? নাকি অর্ধেকের বেশি মন্ত্রী নির্বাচনে হেরেছে বলে? ‘
গত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ৫ বছরে কর্ণাটকে দলিতরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। মহিলাদের ওপর অপরাধের মাত্রা ছিল সবচেয়ে বেশি। বহু কৃষক আত্মহত্যা করেছেন এই সময়ে। জনগণ এ সবের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KJMeNT
May 21, 2018 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন