টরন্টো, ০২ মে- টরন্টো সিটি কাউন্সিলে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। মেয়র জন টরি প্রথম দিনেই নিজের প্রার্থীতা নিবন্ধন করেছেন। বাংলাদেশি কমিউনিটি থেকে মোহসিন ভূইয়া ৩৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় টরন্টো সিটি নির্বাচনকে ঘিরে সিটি রাজনীতি বেশ সরগরম হয়ে ওঠেছে। অনেক পুরনো সিটি কাউন্সিলর প্রভিন্সিয়াল নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ফলে তারা সিটির নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। আবার অনেকে রাজনীতি থেকেই সরে দাড়াচ্ছেন। এবারের সিটি নির্বাচনে নতুন ১২টি ওয়ার্ড এ নির্বাচন হচ্ছে। ফলে নির্বাচনী এলাকা তথা ওয়ার্ডেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান মোহসিন ভূইয়া কাউন্সিলর হিসেবে নিজের নাম নিবন্ধনের পর ফেসবুকে পোষ্টে সবার সহেযাগিতা ও সমর্থন চেয়েছেন। মোহসিন ভূইয়া ৩৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন বলে শোনা গিয়েছিলো। ৩৬ নম্বর ওয়ার্ডের শক্তিশালী প্রার্থী বর্তমান কাউন্সিলর গ্যারি ক্রোফোর্ড এবার ৩৮ নম্বরে প্রার্থী হয়েছেন। তিনি অবশ্য ৩৬ নম্বরেই নাম নিবন্ধন করেছিলেন। পরে টুইট বার্তায় জানিয়েছেন তিনি ৩৮ নম্বরে প্রতিদ্বন্ধিতা করছেন। ৩০ নম্বরের কাউন্সিলর পলা এবার ৩৬ এ প্রার্থী হয়েছেন। নিবন্ধনের প্রথম দিনে মেয়র হিসেবে জন টোরি ছাড়া আর কেউ প্রার্থীতা ঘোষনা দেননি। তবে টোরি নিজে আশা করছেন, অন্তত ১০/১২ জন প্রার্থী তার প্রতিদ্বন্ধি হবেন। তথ্যসূত্র: নতুনদেশ আরএস/০৯:০০/ ২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HHap2m
May 02, 2018 at 09:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন