বালাগঞ্জে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ খেলাফত মজলিসের


সিলেটের বালাগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস। মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।

এসময় পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, ‘রমজান মাস ইবাদতের মাস। দরিদ্রদের সেবা করাও একটি ইবাদত। এ কারণে রমজান মাসে তাদের সহায়তায় খেলাফত মজলিস এগিয়ে এসেছে। সমাজের বিত্তশালীদের দরিদ্রদের পাশে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

খেলাফত মজলিস দেওয়ান বাজার ইউনিয়ন সভাপতি আসাদ উজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল আজিজ রাশেলের সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শিক্ষা সাহিত্য সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাও, সৈয়দ আলী আসগর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাও, আব্দুস শহিদ, সেক্রেটারি আবুল কাশেম অফিক, সহ-সেক্রেটারি মাও, গিয়াস উদ্দিন নোমান,উপজেলা নির্বাহী সদস্য মাও, মুহিবুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ের তত্ত্বাবধায়ক হাফেজ আব্দুল মুক্তাদির লায়েক, সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাও,শামসুল ইসলাম প্রমুখ।
এছাড়া পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মনিরুল ইসলাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ সজ্জাদ আলী, সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মো: কাওসার আহমদ, জাকারিয়া আহমদ, রুহেল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে খেলাফত মজলিস। এ পর্যন্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দলটির নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2kgGoIn

May 23, 2018 at 12:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top