বর্তমান সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম ইউটিউব। তাই ইউটিউবকে লক্ষ্য করে অনেক সঙ্গীতশিল্পী মিউজিক ভিডিও নির্মাণ করছেন এবং প্রকাশও করছেন। ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি নিজের মতামত প্রকাশ করারও সুযোগ রয়েছে। পছন্দ হলে লাইক বাটন, পছন্দ না হলে ডিজলাইক বাটন চাপতে পারেন দর্শকরা। ২৬ এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ইউটিউবে নায়িকা নুসরাত ফারিয়ার পটাকা গানের মিউজিক ভিডিও মুক্তি পায়। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ইউটিউবে পটাকা গানটি দেখা হয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৯৭৩ বার। নুসরাত ফারিয়ার গাওয়া এই গানে লাইক ছিল ১৬ হাজার আর ডিজলাইক ১ লাখ ৪৪ হাজার। এই গানে মন্তব্য ছিল ১৪ হাজারেরও বেশি। ফারিয়ার গাওয়া এই গান একই দিনে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব প্ল্যাটফর্মেও মুক্তি পায়। সেই প্ল্যাটফর্মে গানটি দেখা হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৯৪৭ বার। এখানে গানটির প্রতি দর্শকদের ডিজলাইক ছিল বেশি, লাইকের চার গুণ। আরও পড়ুন: ফের একসঙ্গে সিনেমার পর্দায় শাকিব-অপু! এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, আমরা সবাই কেন নেতিবাচক দিকটি দেখছি? আমরা কেন ইতিবাচক দিকটি দেখছি না? যারা আমার গানের প্রশংসা করছেন, তাদের কথা কেন তুলে ধরছি না। যারা খারাপ লিখছেন, তারা লিখেই যাচ্ছেন। তাদের নিয়ে বলার কিছু নেই। আবার আরেকটা অংশ আমার হয়ে যুদ্ধ করছে! বিভিন্ন ব্লগ লিখছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছে, সেটাকে কেন আমরা সামনে নিয়ে আসছি না? পটাকাগানটির সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, লিখেছেন রাকিব হাসান রাহুল। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতের নির্মাতা বাবা যাদব। আরএস/০৯:০০/ ৪ মে তথ্যসূত্র: বিডি২৪লাইভ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KyhVu8
May 04, 2018 at 05:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন