নয়াদিল্লি, ২ মেঃ সম্প্রতি ওয়ার্ল্ড হেল্থ অর্গ্যানাইজেশন সারা বিশ্বে সবচেয়ে দূষিত ২০টি শহরের একটি তালিকা প্রকাশ করেছে। বাতাসে উপস্থিত টক্সিনের পরিমানের ভিত্তিতে এদেরকে দূষিত শহরের তকমা দেওয়া হয়েছে। বিশ্বের দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টিই ভারতের। তালিকায় রয়েছে নয়াদিল্লি, কানপুর, বারাণসী, গোয়ালিয়র ফরিদাবাদ, গয়া, আগরা, জয়পুর, পাতিয়ালা এবং জোধপুর।
বাড়ি, শিল্প, কৃষিক্ষেত্র, যানবাহন এবং কয়লা প্ল্যান্টে শক্তির অপব্যবহারের জন্যে মূলত বায়ু দূষণ ঘটে। আর বায়ু দূষণের জেরে প্রতিবছর প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, দাবি হু-র। বাতাসে ছোট ছোট কণা যেমন সালফেট, নাইট্রেট এবং ব্ল্যাক কার্বোনের উপস্থিতির জেরে এই প্রাণহানিগুলো ঘটছে। এই বস্তুকণাগুলো মানুষের ফুসফুস পৌঁছে মারাত্মক ক্ষতি করে। তার জেরেই প্রাণ চলে যাচ্ছে সাধারণ নিরীহ মানুষের, দাবি হু-র।
উত্তরপ্রদেশের গোয়ালিয়র ভারতের সবচেয়ে দূষিত শহর। এখানে পিএ ১০ ও পিএম ২.৫-এর উপস্থিতি হু নির্দেশিত মাত্রার থেকে ১৭ শতাংশ বেশি রয়েছে। মূলত এশিয়া ও আফ্রিকা মহাদেশের মানুষরাই এই দূষিত আবহাওয়ায় সবচেয়ে বেশি প্রভাবিত। হৃদযন্ত্রের সমস্যা, স্ট্রোক এবং ফুসফুসে ক্যান্সারও এই বায়ু দূষণের কারণেই ঘটে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I6RwVL
May 02, 2018 at 11:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন