কলকাতার ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো। ওয়েব সিরিজের প্রথম সিজনে উমা বউদির চরিত্রটি বেশ আলোচিত হয়েছিল। তবে এটির সিজন-টুতে উমা বউদির চরিত্রের পরিবর্তে ঝুমা বউদির চরিত্র যুক্ত করা হয়। এতে টলিউড অভিনেত্রী শ্রীলেখার অভিনয় করার কথা ছিল। কিন্তু ওয়েব সিরিজটিতে অভিনয় করেননি এই নায়িকা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীলেখা। এ সময় তাকে প্রশ্ন করা হয়, দুপুর ঠাকুরপোর নির্মাতারা বলছেন, আপনি ওজন কমাননি বলে আপনাকে বাদ দেয়া হয়েছে। আবার আপনি বলেছিলেন, কুরুচিপূর্ণ কনটেন্টের কারণে আপনিই কাজটা করেননি। আসলে কোনটি সত্য? আরও পড়ুন: মিমির পেটে কিসের ট্যাটু? জবাবে শ্রীলেখা বলেন, আমি এই প্রথমবার আপনার কাছ থেকে শুনছি যে, ওজনের জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে! ইন্ডাস্ট্রিতে তো সকলেই জানে, আমি মোটাসোটা। সেই হোমওয়ার্কটা করেই ওদের আমার কাছে আসা উচিৎ ছিল। আমাকে লুক টেস্টে যে শাড়িটা পরতে দেওয়া হয়েছিল সেটা একেবারে মশারির মতো ছিল! এ রকম স্লিজ শো আমি কেন করব? আর ওদের বাঙালি বউদি চাই, নাকি ভোজপুরি বউদি চাই সে ব্যাপারেও একটু পরিষ্কার হওয়া উচিৎ ছিল। তথ্যসূত্র: রাইজিংবিডি আরএস/০৯:০০/ ১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IdIAe4
May 11, 2018 at 08:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top