প্রকাশিত হল জয়েন্টের ফলাফল, রাজ্যে সফল ৬৪%

কলকাতা, ২৩মেঃ প্রকাশিত হল এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। রাজ্যে জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হলেন অভিনন্দন বসু, সাউথ পয়েন্টের ছাত্র। দ্বিতীয় হয়েছেন দেদিপ্য রায়। দেদীপ্য হরিয়ানা বিদ্যামন্দিরের ছাত্র। তৃতীয় হয়েছেন অর্চিষ্মান সাহা, ডিপিএস রুবি পার্কের ছাত্র। চতুর্থ স্থানে শুভম আগরওয়াল, সেন্ট টমাস বয়েজ স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন এপিজে স্কুলের ছাত্র দেবজ্যোতি কর।

এ বছর জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী। কৃতকার্য হয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১ জন। পরীক্ষায় বোর্ড অবজার্ভার ছিলেন ৪২৩ জন। এ বছর পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছেন ৬৪ শতাংশ ছাত্রছাত্রী। বিহার থেকে ২৩.৩ শতাংশ, ঝাড়খণ্ড থেকে ৮.২ শতাংশ, ত্রিপুরা থেকে ০.৯ শাতাংশ এবং অসম থেকে ০.৪ শাতাংশ ছাত্রছাত্রী জয়েন্টে কৃতকার্য হয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x2YOFK

May 23, 2018 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top