এআরভি ভ্যাকসিন না মেলার প্রতিবাদে শিলিগুড়ি জেলা হাসপাতালে বিক্ষোভ

শিলিগুড়ি, ১০ মেঃ অ্যান্টি র‍্যাবিস ‌ভ্যাকসিন (এআরভি) না মেলার প্রতিবাদে শিলিগুড়ি জেলা হাসপাতালে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের বক্তব্য, গোটা জেলায় বেশ কিছুদিন ধরেই এআরভি মিলছে না। হাসপাতালে যেমন কুকুর কামড়ানোর এই প্রতিশেধক ইনজেকশন দেওয়া হচ্ছে না, তেমনই বেসরকারি ভাবেও বাজারে পাওয়া যাচ্ছে না। ফলে সাধারন মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে পর্যাপ্ত পরিমানে এআরভি নিয়ে আসার দাবি জানিয়েছেন তাঁরা। বিক্ষোভ চলাকালীন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডা: রুদ্রনাথ ভট্টাচার্য হাসপাতালে উপস্থিত হলে বিক্ষোভকারীরা তাঁর কাছেও অভিযোগ জানান।রুদ্রনাথবাবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন দার্জিলিং -এর মুখ্য স্বাস্থ্য আধিকারিক।জানা গিয়েছে, তাঁকে ঘিরেও বিক্ষোক্ষ দেখানো হয়।

সংবাদদাতাঃ রণজিৎ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wzmUbg

May 10, 2018 at 02:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top