কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোববার থেকে গ্রীষ্মকালীন, শবে ক্বদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর উপলক্ষ্যে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে।
কুবি সূত্র জানায়, রোববার থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত। ১ জুলাই (রোববার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে প্রশাসনিক কার্যক্রম ২৪ জুন (রোববার) থেকেই শুরু হবে। এছাড়াও ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত (শুক্র ও শনিবার বাদে) প্রশাসনিক অফিসসমূহ খোলা থাকবে। দীর্ঘ এ ছুটিতে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। তবে কিছু বিভাগের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় আবাসিক শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে শুধুমাত্র পরীক্ষার্থীদের হলে থাকার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ৭ জুন আবাসিক হলগুলো সিলগালা করে দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থীর যদি পরীক্ষা থাকে তবে প্রশাসনের উপস্থিতিতে তাকে অবস্থানের অনুমতি দেয়া হবে।
from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/2kbrKSE
May 20, 2018 at 11:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.