সশস্ত্র বাহিনীর কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দিল প্ল্যানিং কমিটি

নয়াদিল্লি, ৫ মেঃ  ক্রমশ বেড়ে চলা বেতন ও পেনশনের জন্য খরচ হওয়া টাকার যোগান দেওয়া আর সম্ভব হচ্ছে না। প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্য প্রস্তুত হতেও খরচ হচ্ছে বিশাল টাকার অঙ্ক। এমন অবস্থায় কমাতে হবে সশস্ত্র বাহিনীর কর্মী সংখ্যা। এমনই নির্দেশিকা জারি করেছে নতুন ডিফেন্স প্ল্যানিং কমিটি।

বৃহস্পতিবার প্রথম বৈঠক বসেছিল নতুন ডিফেন্স প্ল্যানিং কমিটির। কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেন সেনা, নৌবাহিনী এবং ভারতীয় বায়ু সেনাকে সুনিশ্চিত করতে হবে যাতে বরাদ্দ তহবিলের যথাযথ ব্যবহার হয়। বৈঠকে তিন সেনা প্রধান, অ্যাডমিরাল সুনীল লানবা, জেনারেল বিপীন রাওয়াত এবং এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াকে বিশেষভাবে বলা হয় যাতে তাঁরা আগামীদিনে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কী কী শঙ্কা রয়েছে তা খুঁজে বের করেন এবং কীভাবে তা নির্মূল করা যায় সেদিকে বিশেষ নজর দেন। বর্তমানে ভারতের সশস্ত্র বাহিনীতে রয়েছেন ১৫ লক্ষ কর্মী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HSPm8R

May 05, 2018 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top