তিনি আসলে কি চান? টিম বাংলাদেশের ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে দুদিন কাজ করে আজ রাতেই চলে যাচ্ছেন গ্যারি কারস্টেন। যাবার আগে তিনি কি কি করে গেলেন? তার ফিরিস্তি জানা পাঠকদের। তার চিন্তা - ভাবনা , পর্যবেক্ষন এবং সুপারিশ কি? এবং বিদেশী হেড ও ব্যাটিং কোচ নিয়োগে তার বিশেষ কোন পছন্দ আছে কিনা? এসব নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথাও জানা হয়ে গেছে। তবে কারস্টেন নিজে গত দুদিন কি ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করলেন? বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার, মাশরাফি, মুশফিক, তামিম এবং ঢাকায় অবস্থানরত জাতীয় দলের কোচিং স্টাফ, দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার এবং ক্রিকেট অপারেশন্স ও গেম ডেভোলপমেন্ট কমিটি প্রধান আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজন সহ জাতীয় দলের সঙ্গে সম্পৃক্তদের সাথে কথা বলার পর তার অনুভুতি কি ? জাতীয় দল পরিচালনা ও ব্যবস্থাপনায় তার কোন পরামর্শ আছে কিনা, থাকলে তা কি?এর পাশাপাশি কোন ধরনের কোচ তার পছন্দ, তারা কারা এবং কোন দেশের, এসব নিয়ে ক্রিকেট অনুরাগীদের রাজ্যের কৌতুহল। রাজধানী ঢাকা ছাড়ার আগে তা জানিয়ে গেছেন গ্যারি কারস্টেন। গত ৪৮ ঘন্টা তার কাজের অগ্রগতি কি? তা জানতে চাওয়া হলে কারস্টেনের কথা বার্তা শুনে এবং শরীরী অভিব্যক্তি দেখে মনে হয়েছে তার অনুভুতি ইতিবাচক। তিনি যাদের সাথে কথা বলেছেন, তাদের কথোপকোথন এবং ইতিবাচক মানসিকতা দেখে তিনি সন্তুষ্ট। তাইতো কারস্টেনের মুখে এমন কথা, আমার অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়েছে। যার অনুভুতি বেশ ভাল। আসলে আমার লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল এদেশে আসা এবং বাংলাদেশের ক্রিকেটের ভিতরে ঘুটে সব খুটিয়ে দেখা। আমি যা শুনেছি, তাতে বেশ রোমাঞ্চিত। যাদের সাথে কথা বলেছি সবাই দেশের ক্রিকেটের উন্নতির জন্য , খুব খোলা মনে কথা বলেছেন। তাদের কথায় ফুটে উঠেছে তারা কায়মনে ক্রিকেটের উন্নতি এবং কোথায় যেতে চান তাও ব্যক্ত করেছেন। - আরও যোগ করেন কারস্টেন। কোচ ঠিক করে দেয়া প্রসঙ্গে কারস্টেন বলে ওঠেন , সম্ভাব্য সেরা কোচ পেতে বিসিবিকে সাহায্য করাই আমার কাজ। এছাড়া কোন না কোনভাবে আগামী বিশ্বকাপ পর্যন্ত টিম বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকা। আসলে এটাই আমার কাজ। সবার সাথে কথা বলার অনুভুতি না হয় জানা হলো। এখন বলেনতো কেমন ও কি ধরনের কোচ দরকার বাংলাদেশের জন্য? এই প্রশ্নের জবাবে কারস্টেন বলেন, আসলে এটা কঠিন প্রশ্ন। এক কথায় তার জবাব দেয়া কঠিন। তবে আমি এটা বুঝেছি যে , আগেও বেশ ভাল কাজ হয়েছে। আমি জানি চান্দিকা হাথুরুসিংহে বেশ ভাল করেছেন। আমি জানার ও বোঝার চেষ্টা করছি , কি ছিল তার সাফল্যের মুলমন্ত্র ? তিনি কি ভাবে দলকে ভাল করা শিখিয়েছিলেন । আমার মনে হয় আমি ভিতরের কিছু রসদ বা উপাদান খুঁজেও পেয়েছি। কাজেই আমার কাজ হলো অতি দ্রুত এমন কাউকে খুঁজে দেয়া, যিনি বাংলাদেশ দলকে সাহায্য করতে পারেন। এমনিতেই অনেক সময় বয়ে গেছে। কোচ নেই অনেকদিন। আশা করছি কয়েক সপ্তাহর মধ্যে এমন একজনকে খুঁজে পাব , যার হাত ধরে আবার সামনে আগাবে বাংলাদেশ দল। - যোগ করেন কারস্টেন। শোনা যাচ্ছে ফরম্যাট ভেদে নাকি ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য পৃথক কোচ নিয়োগের চিন্তা ভাবনা চলছে? গ্যারি কারস্টেনের জবাব, হ্যা আমরা অমনই আলাপ করেছি। তবে তা চুড়ান্ত হয়নি এখনো। আমার মনে হয় আধুনিক ক্রিকেট আসলে সেভাবেই এগুচ্ছে। আসল কথা হচ্ছে , দলের জন্য কোনটা বেশী ভাল? আমাদের মনে রাখতে হবে , আমরা বিশ্বকাপ থেকে আর মাত্র এক বছর দুরে। সেটাই দেখার। মুল ফোকাসও ঐ জায়গায়। বিশ্বকাপে ভাল করার জন্য সেরা কোচ খুব প্রয়োজন। সেই কোচ খুঁজে বেড় করাই আমাদের লক্ষ্য। ওয়েষ্ট ইন্ডিজ সফরের আগে কি তবে নতুন কোচের দেখা মিলবে ? কারস্টেনের জবাব, আমার মনে হয় তা হবে। অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশকে কেমন মনে হয়? কারস্টেনের বেশ গোছালো জবাব, একেক দলের একেক রকম চ্যালেঞ্জ আছে। তবে আমার মনে হয় বাংলাদেশের এ দলটি যথেষ্ঠ সম্ভাবনাময়। যাদের ভাল করার বেশ সম্ভাবনা আছে। নিকট অতিতে তাদের বড় বড় দলগুলোর বিপক্ষে সাফল্য আছে। দলটিতে বেশ কজন মেধাবি সিনিয়র প্লেয়ার আছে। সাথে এক ঝাঁক মেধাবী তরুনের সমাহারও ঘটেছে। যারা উঠে আসছে। আমার মনে হয় এ দলটার মধ্যে স্থিতি আনা দরকার।, এই দল সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ঠ সক্ষম। এ নিয়ে আমার কোনই সংশয় বা সন্দেহ নেই । আমার আরও মনে হয় আগামী ১৩ মাসে আরও উচুঁ লক্ষ্য স্থির করা উচিৎ। - আরও বলেন কারস্টেন। আপনি এ দুদিন যাদের সাথে কথা বললেন, তাদের কথা বার্তা, মনোভাব দেখে শুনে কি মনে হলো? কারস্টেন এ প্রশ্নের উত্তর দেন এভাবে, মনে হলো এই দল ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার আত্ববিশ্বাস রাখে। এছাড়া তাদের ভাল করার একটি নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনাও আছে। এটাই আসলে সাফল্যের পূর্ব শর্ত। যার সন্মিলনে দল ভাল খেলতে উদ্বুদ্ধ হবে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LkZqK2
May 23, 2018 at 04:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন