নয়াদিল্লি, ২৮ মেঃ সকাল সাতটা থেকে শুরু হয়েছে দেশের চারটি লোকসভা কেন্দ্র ও পশ্চিমবঙ্গের মহেশতলাসহ ১০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ৩১ মে ঘোষণা হবে এই উপনির্বাচনের ফলাফল।সোমবার মহারাষ্ট্রের পালঘর ও ভান্ডারা-গোন্দিয়া কেন্দ্র, উত্তরপ্রদেশের কৈরানা কেন্দ্র এবং নাগাল্যান্ডের নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন। পাশাপাশি পশ্চিমবঙ্গের মহেশতলা, ঝাড়খণ্ডের গোমিয়া ও সিলি, উত্তরপ্রদেশের নুরপুর, মেঘালয়ের আমপাতি, উত্তরাখণ্ডের থারালি, কেরালার চেঙানুর, বিহারের জোকিহাট, পঞ্জাবের শাহকোট, মহারাষ্ট্রের পালুস-কাডেগাঁও কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LCdkry
May 28, 2018 at 01:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন