ঢাকা, ১০ মে- চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা ছিল। কিন্তু ফের বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। আর এবার অজুহাত হিসেবে তুলে ধরেছে আর্থিক সংকটের কথা। তবে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল করে এর পরিবর্তে ২০১৯ সালে হোমগ্রাউন্ডে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে এ বছরের আগস্টে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের জন্য যে সময়সূচি বরাদ্দ করা ছিল, সেটা বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে। তবে সফরকারীদের একেবারে বঞ্চিত করতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই আগামী বছর টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে তারা। এটি ত্রিদেশীয় টুর্নামেন্টও হতে পারে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I9ORvG
May 11, 2018 at 01:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন